價格:免費
更新日期:2019-07-05
檔案大小:26M
目前版本:1.5
版本需求:Android 4.0.3 以上版本
官方網站:http://amaderlab.com/
Email:islam.touhid.20@gmail.com
聯絡地址:隱私權政策
- সূরা ইয়াসিন বাংলা উচ্চারন (surah yaseen in bangla)
- সূরা ইয়াসিন বাংলা অনুবাদ
- সূরা ইয়াসিন অডিও/ mp3 তেলওয়াত (surah yaseen audio/ mp3
- সূরা ইয়াছিন এর ফজিলত এর বিস্তারিত আলোচান
- সূরা ইয়াছিন বাংলা অর্থ ব্যাখ্যা
- সূরা আর রহমান বাংলা উচ্চারন
- সূরা আর রহমান বাংলা অনুবাদ (surah ar rahman bangla)
- সূরা আর রহমান অডিও/ mp3 তেলওয়াত
- সূরা আর রহমান এর ফজিলত এর বিস্তারিত আলোচান
- সূরা আর রহমান বাংলা অর্থ ব্যাখ্যা
- আয়াতুল কুরসি বাংলা উচ্চারন (ayatul kursi bangla)
- আয়াতুল কুরসি বাংলা অনুবাদ
- আয়াতুল কুরসি অডিও/ mp3 তেলওয়াত
- আয়াতুল কুরসি এর ফজিলত এর বিস্তারিত আলোচান
- আয়াতুল কুরসি বাংলা অর্থ ব্যাখ্যা
সকল মুসলিম ভাইবোন দের এই ধরনের অ্যাপস হাতের কাছে রাখা উচিত।
আসসালামু আলাইকুম
পরম করুনাময় অসীম দয়াময় আল্লাহর নামে শুরু করছি।
মাহে রমজান ২০২০ কে সামনে রেখে আমাদের এইবারে ইসলামিক অ্যাপস হচ্ছে সূরা ইয়াসিন (surah yasin),সূরা আর রহমান (surah ar rahman), আয়াতুল কুরসি(ayatul kursi) অ্যাপস এর অডিও , বাংলা অনুবাদ নিয়ে সাজানো।
সূরা ইয়াসিনঃ
ইয়াসীন শব্দের বিভিন্ন অর্থ করা হয়ে থাকে। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, এটা দ্বারা আল্লাহ শপথ করেছেন। আর তা আল্লাহর একটি নাম | অবশ্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে অন্য বর্ণনায় এসেছে, এর অর্থ: হে মানুষ। [তাবারী, বাগভী]
সূরা আর রহমান (surah ar rahman)
আর রহমান অর্থাৎ দয়াময় আল্লাহ। সূরাটিকে “আর-রাহমান' শব্দ দ্বারা শুরু করার তাৎপর্য সম্ভবত এই যে, মক্কার কাফেররা আল্লাহ তা’আলার এই নাম সম্পর্কে অবগত ছিল না। তাই মুসলিমদের মুখে রহমান নাম শুনে ওরা বলাবলি করতঃ রাহমান আবার কি? তাদেরকে অবহিত করার জন্য এখানে এই নাম ব্যবহার করা হয়েছে। [আদওয়াউল বায়ান]
আয়াতুল কুরসি(ayatul kursi)
সুরা বাকারাহ এর ২৫৫ নং আয়াতটিকে আয়াতুল কুরসী বলা হয়। এটি মর্যাদার দিক থেকে কুরআনের সর্ববৃহৎ আয়াত। হাদীসে এ আয়াতের অনেক ফযীলত বর্ণিত হয়েছে। হাদীসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেছিলেন, কুরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ? উবাই ইবনে কা'ব আরয করলেন, তা হচ্ছে আয়াতুল কুরসী। রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তা সমর্থন করে বললেন, হে আবুল মুনযির! জ্ঞান তোমার জন্য সহজ হোক। [মুসলিমঃ ৮১০] রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেনঃ যে লোক প্রত্যেক ফরয সালাতের পর আয়াতুল-কুরসী নিয়মিত পাঠ করে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া অন্য কোন অন্তরায় থাকে না। [নাসায়ী, দিন-রাতের আমলঃ ১০০] অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সে জান্নাতের ফলাফল এবং আরাম আয়েশ উপভোগ করতে শুরু করবে। অনেকেই এ সূরার আয়াতুল কুরসীতে “ইসমে আযম” আছে বলে মত দিয়েছেন। আয়াতুল কুরসীর বিশেষ তাৎপর্যঃ এ আয়াতে মহান রব আল্লাহ জাল্লা-শানুহুর একক অস্তিত্ব, তাওহীদ ও গুণাবলীর বর্ণনা এক অত্যাশ্চর্য ও অনুপম ভঙ্গিতে দেয়া হয়েছে, যাতে আল্লাহর অস্তিত্ববান হওয়া, জীবিত হওয়া, শ্রবণকারী হওয়া, দর্শক হওয়া, বাকশক্তিসম্পন্ন হওয়া, তার সত্তার অপরিহার্যতা, তার অসীম-অনন্ত কাল পর্যন্ত থাকা, সমগ্র বিশ্বের স্রষ্টা ও উদ্ভাবক হওয়া, যাবতীয় ক্রিয়া-প্রতিক্রিয়ার প্রভাব থেকে মুক্ত হওয়া, সমগ্র বিশ্বের একচ্ছত্র অধিপতি হওয়া, এমন শ্রেষ্ঠত্ব ও মহত্ত্বের অধিকারী হওয়া যাতে তার অনুমতি ছাড়া তার সামনে কেউ কোন কথা বলতে না পারে, এমন পরিপূর্ণ ক্ষমতার অধিকারী হওয়া যাতে সমগ্র বিশ্ব ও তার যাবতীয় বস্তুনিচয়কে সৃষ্টি করা এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ এবং তাদের শৃংখলা বজায় রাখতে গিয়ে তাকে কোন ক্লান্তি বা পরিশ্রান্তির সম্মুখীন হতে হয় না এবং এমন ব্যাপক জ্ঞানের অধিকারী হওয়া যাতে কোন প্রকাশ্য কিংবা গোপন বস্তু কিংবা কোন অণু-পরমাণুর বিন্দু-বিসর্গও যাতে বাদ পড়তে না পারে । (তাফসীর আবু বকর যাকারিয়া)