價格:免費
更新日期:2017-09-16
檔案大小:3.0M
目前版本:1.0.0
版本需求:Android 4.1 以上版本
官方網站:mailto:salma016akter@gmail.com
প্রাচীন এই শহরে রয়েছে হরেক রকমের রাস্ত-ঘাট, অলি-গলি, পাড়া-মহল্লা বা এলাকা। এগুলোর আবার রয়েছে অনেক মজার এবং অদ্ভূত নাম। যেমন: তোপখানা, টিকাটুলি, ফার্মগেট, শ্যামলী, মালিবাগ, কাকরাইল, কাগজীটোলা, এলিফেন্ট রোড়, নয়া পল্টন ও পুরানা পল্টন, স্বামীবাগ, গোপীবাগ প্রভৃতি।
আচ্ছা, জায়গাটার নাম ফার্মগেট কেন? এখানে কি এককালে মুরগীর ফার্ম ছিল? পিলখানা, তোপখানা, কাকরাইল, টিকাটুলি, সুক্কাটুলি-এসব অদ্ভুত নামেরই বা কি অর্থ! ধানমন্ডিতে কি এককালে প্রচুর ধানক্ষেত ছিল? পানিটোলায় কি ছিল? এলিফ্যানট রোডে কি এককালে এলিফ্যানট মানে হাতিরা ঘুরে বেড়াতো? আর স্বামীবাগে বুঝি স্ত্রী হারা স্বামীরা বাস করতেন?
এসব নাম আজ আমাদের কাছে অনেক মজার মনে হলেও তা আসলে ঢাকার সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্যকেই বহন করে।