價格:免費
更新日期:2018-10-07
檔案大小:6.5M
目前版本:1.21
版本需求:Android 4.1 以上版本
官方網站:https://www.facebook.com/groups/2035798976667483/permalink/2045342365713144/
Email:emon.info2013@gmail.com
聯絡地址:隱私權政策
এখন দেখা যাক কি কি অংশ আছে এপটিতে।
☆ শ্রেণী কার্যক্রম:
১) কোন শিক্ষক প্রতিদিন যে ক্লাসগুলোতে পাঠদান করে সেই ক্লাসগুলোর ছাত্রছাত্রীদের তথ্য (নাম,রোল,ফোন,অভিভাবকের নাম,অভিভাবকের ফোন) খুব সহজে সেভ করে রাখতে পারে।
২)শিক্ষকের গতানুগতিকভাবে হাতে কলমের ক্লাসের উপস্থিতি নিতে যেই সময় ব্যয় হয় এর ১/৩ সময়ে সে ক্লাসের উপস্থিতি গগনা করতে পারবেন।উপস্থিতি গগনার শুরুতে স্বয়ংক্রিয়াভাবে সময়,তারিখ এবং যেই বিষয়/টপিকের উপর ক্লাস নেয়া হবে তা ইনপুট দেয়ার ব্যবস্থা থাকবে।এপটিতে কোন শিক্ষার্থীর মোট হওয়া ক্লাসের ভিতর কতটিতে সে উপস্থিত ছিল তার সংখ্যা,শতকরা উপস্থিতি এবং বিগত ক্লাসে উপস্থিত ছিল কি না তা উপস্থিতি নেয়ার সময়ই শিক্ষক দেখতে পারবে।উপস্থিতি নেয়ার পর সব তথ্য সার্ভারে অটোমেটিকভাবে সংরক্ষিত হয়ে যাবে।
৩)কোন শিক্ষক যদি উপস্থিতি নেয়ার সময় কোন শিক্ষার্থীর বিগত উপস্থিতির রেকর্ডসহ সকল তথ্য দেখতে চান তাহলে সে সেই শিক্ষার্থীর জন্য "উপস্থিতি" অংশে যেই বক্স তৈরি হয় তাতে ক্লিক করলেই সে সেই শিক্ষার্থীর তথ্যগুলো সহজে দেখে নিতে পারবে।এতে করে শিক্ষার্থীর উপর সর্বদা নজরদারির সুবিধা পাওয়া যাবে।
৪)কোন ক্লাসের জন্য শিক্ষক যদি কোন কিছু নোট (প্রশ্ন,শিক্ষার্থীদের পরীক্ষার নাম্বারসহ যাবতীয় সকল কিছুর তথ্য) করে রাখতে চায় তাহলেও তার সুব্যবস্থা আছে এই অংশে এবং সকল নোট করা তথ্যগুলোও সার্ভারে ব্যাক-আপ থাকবে।
☆শিক্ষক নিবন্ধন কর্ণার:
১)এই অংশে থাকছে শিক্ষক নিবন্ধনের (স্কুল এবং কলেজ উভয়ই পর্যায়েরই) যাবতীয় সব তথ্য।
নিবন্ধনের বিস্তারিত,সিলেবাস,সাজেশন,পরামর্শ,আবেদন পদ্ধতিসহ সকল কিছু।
২)এখানে নিবন্ধনের বিগত বছরের প্রশ্নগুলো প্রশ্নব্যাংক আকারে সংরক্ষন করা হয়েছে।
৩)এখানে আরো রয়েছে শিক্ষক নিবন্ধকের প্রস্তুতি নিতে ডিজিটাল মডেল টেষ্টের ব্যবস্থা।কোন শিক্ষক ১৫,৩০ এবং ৬০ মিনিটের মডেল টেষ্টে অংশ নিয়ে নিজের প্রস্তুতি যাচাই করে নিতে পারে এই অংশের মাধ্যমে।পরীক্ষার পর সে তার ভুল হওয়া প্রশ্নগুলোর উত্তরও পেয়ে যাবে।সে তার প্রাপ্ত নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করতে পারবে।
☆শিক্ষা খবর:
১)দেশের যেকোন স্থানে ঘটে যাওয়া শিক্ষাবিষয়ক যেকোন খবর ব্রেকিংনিউজ স্বরুপ পুশ নোটিফিকেশনের মাধ্যমে শিক্ষকদের জানিয়ে দেয়া হবে।
২)শিক্ষাখবরসমুহ শেয়ার এবং অফলাইনে সেভ করে রাখার ব্যবস্থা আছে এতে যেন কেউ পরবর্তীতে যেকোন সময় তা আবার পড়তে পারেন।
☆শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি :
১)দেশের যেকোন স্থানে প্রকাশ হওয়া শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিসমুহ ব্রেকিংনিউজ স্বরুপ পুশ নোটিফিকেশনের মাধ্যমে শিক্ষকদের জানিয়ে দেয়া হবে।
২)শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিসমুহ শেয়ার এবং অফলাইনে সেভ করে রাখার ব্যবস্থা আছে এতে যেন কেউ পরবর্তীতে যেকোন সময় তা আবার পড়তে পারে।
☆শিক্ষক কথন :
১)শিক্ষক হিসেবে কারো ব্যক্তিগত মতামত,শিক্ষাবিষয়ক সমস্যা,দিকনির্দেশনা,মূল্যায়ন,শিক্ষা বিষয়ক তথ্য,টিউটোরিয়ালসহ সকল কিছু সকলের সামনে তুলে ধরার একটি প্লাটফর্ম হল এই অংশটি।
২)শিক্ষক কথনসমুহ চাইলে অফলাইনে সেভ করে রাখা এবং অন্য সকলের সাথে শেয়ার করার ব্যবস্থাও আছে এই অংশে।
☆তথ্য ঝুড়ি:
১)শিক্ষা বিষয়ক সকল ওয়েবসাইটসমুহের (সকল শিক্ষাবোর্ড,শিক্ষা মন্ত্রণালয়সহ অন্য সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং সংস্থা) লিংকসমুহ একত্রে এখানে আনা হয়েছে যেন খুব সহজে প্রবেশ করা যায়।
☆পাঠ্যবই:
১)এখানে সকল শ্রেণীর পাঠ্যবইসমুহের পিডিএফ লিংকসমুহ একত্রে দেয়া আছে।
২)এছাড়াও এখানে শিক্ষকবাতায়নসহ সকল ক্লাসের জন্য তৈরী করা ডিজিটাল কন্টেন্টসমুহের লিংকগুলো একত্র করা আছে।
☆শিডিউল রিমাইন্ডার:
১) শিক্ষকদের দৈনন্দিন বিভিন্ন জরুরী শিডিউল করা কাজ থাকে যা মনে রাখা অনেক দূরহ ব্যাপার।তাই এখানে শিডিউল রিমাইন্ডার নামের অংশে কোন শিক্ষক কোন শিডিউল করা কাজ নির্দিষ্ট সময় এবং তারিখ অনুযায়ী সেট করে রাখলে তাকে ঠিক ঐ সময় পুশ নোটিফিকেশনের সাথে সাথে এলার্মের মাধ্যমে মনে করিয়ে দেয়া হবে।
(যে কোন সাহায্যের জন্য "হাজিরা খাতা শিক্ষক সাপোর্ট কমিউনিটি"--https://goo.gl/x6Tnca)
(প্রশ্নোত্তর--https://goo.gl/ZCVXJs)
(ব্যবহারবিধি দেখুন--https://goo.gl/9eKxnk)
(সম্পূর্ণ এপের প্রতিটি ফিচার দেখুন --https://goo.gl/AZ6B8P)
graphic credit:
Designed by Freepik from https://www.freepik.com/
Icon made by Freepik from https://www.flaticon.com