速報APP / 圖書與參考資源 / বিনা কৃষি প্রযুক্তি

বিনা কৃষি প্রযুক্তি

價格:免費

更新日期:2019-07-23

檔案大小:11M

目前版本:1.0.8

版本需求:Android 4.4 以上版本

官方網站:http://www.bina.gov.bd

Email:dg@bina.gov.bd

বিনা কৃষি প্রযুক্তি(圖1)-速報App

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কৃষি মন্ত্রণালয়ের অওতাধীন একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান।

বিনা কৃষি প্রযুক্তি(圖2)-速報App

কৃষি ক্ষেত্রে টেকসই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরমাণু শক্তি ব্যবহার করে বিভিন্ন শস্যের উন্নত গুণাগুন সম্পন্ন জাত উদ্ভাবন করা, কীট ও রোগবালাই ব্যবস্হাপনা এবং কৃষিতাত্ত্বিক, মৃত্তিকা- উদ্ভিদ ও পানি সম্পর্কিত গবেষণা পরিচালনা করে বাংলাদেশের বিরাট জনসংখ্যার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা মোকাবেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিনা কৃষি প্রযুক্তি(圖3)-速報App

এ লক্ষ্যে, বিনা ১৮টি ফসলের মোট ১০৭টি লাগসই উচ্চ ফলনশীল ও উন্নত গুণাগুণ সম্পন্ন জাত উদ্ভাবন করেছে ।

বিনা কৃষি প্রযুক্তি(圖4)-速報App

এছাড়াও পরিবর্তীত আবহাওয়া খাপ খাওয়ানোর জন্য অনেক ফসলের Climate resilient ও রোগ পোকামাকড় সহনশীল মিউট্যান্ট উদ্ভাবন করেছে । ফসলের উন্নত জাত ছাড়াও নাইট্রোজেন সারের বিকল্প হিসাবে ৮টি শীম জাতীয় ফসলের জন্য ৮টি জীবাণু সার উদ্ভাবন করা হয়েছে, যা ক্ষেত্রবিশেষে ১৫-২০০ শতাংশ পর্যন্ত ফলন বৃদ্ধি করে। এছাড়া জাতীয় সার সুপারিশমালা এবং উপজেলা মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা তৈরিতে ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিনা কৃষি প্রযুক্তি(圖5)-速報App

বিনা কৃষি প্রযুক্তি(圖6)-速報App

বিনা কৃষি প্রযুক্তি(圖7)-速報App