價格:免費
更新日期:2019-03-10
檔案大小:2.0M
目前版本:1.1.0
版本需求:Android 4.4 以上版本
官方網站:mailto:easybdapplife@gmail.com
এই অ্যাপটিতে শবে বরাত সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। কুরআন ও হাদিসের আলোকে অ্যাপটি স্পষ্টভাবে ইবাদতের উপকার আসবে। লাইলাতুল বারাআত হচ্ছে-গুনাহ থেকে মুক্তি লাভের রাত্রি। এ রাত্রে ইবাদত করলে গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায়। মহানবী হযরত মুহাম্মদ(সাঃ.) এরশাদ করেন শাবান মাসের রোজা অন্য মাসের তুলনায় আমার নিকট অধিক প্রিয়। তিনি আরও বলেন শবে বরাতের রাত্রিতে নামাজ আদায় কর, আল-কোরআন তেলাওয়াত কর, যিকির কর, তাসবীহ পড়, দোয়া কর এবং দিনের বেলা রোজা রাখ। তিনি ঘোষণা করেন- এই রাতে মহান আল্লাহ তায়ালা দুনিয়ার আসমানে তাশরিফ আনবেন এবং বলবেন আছে কি এমন কোন ব্যক্তি যে আমার কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করবে? আমি তার গুনাহ মাফ করে দিব। রিযিক চাইলে রিযিকের ব্যবস্থা করে দিব। বিপদগ্রস্ত ব্যক্তি দোয়া চাইলে বিপদ থেকে উদ্ধার করে দিবে। তাই এই রাতে যত বেশি সম্ভব আল্লাহর কাছে প্রার্থনা করুন। হয়তো মহান আল্লাহ তায়ালা আপনার প্রার্থনা কবুল করতে পারেন। এই অ্যাপটির মাধ্যমে শবে বরাতের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। কোন কোন বিষয় এড়িয়ে চলতে হবে জানতে পারবেন। তাই আর অপেক্ষা না করে অ্যাপটি আজই ডাউনলোড করুন।
বছরের একটি ফজীলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুন মিন নিসাফি শা’বান তথা লাইলাতুল বারাআত বা শবে বারাআত। এ লাইলাতুল বারাআতে নিহিত রয়েছে মুমিন-মুসলিমের মুক্তি ও কল্যাণের বিভিন্ন উপকরণ। তাই এ রাতকে বলা হয়েছে লাইলাতুল বারাআত বা মুক্তির রাত। অন্যদিকে পবিত্র মাহে রমজানের পূর্বের মাস হওয়ার কারণে শাবান মাসকে বলা হয়েছে রমজান শরীফের প্রস্তুতির মাস।
লাইলাতুল বারাআতের অনেক তাৎপর্য, ফযীলত ও বরকত রয়েছে। মহানবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) এরশাদ করেনঃ শাবান মাস হল আমার মাস আর পবিত্র রমজান মাস হল মহান আল্লাহ তাআলার মাস। তিনি আরও বলেন, তোমরা শাবানের চাঁদ সঠিকভাবে হিসাব রাখ। কেননা শাবানের চাঁদের হিসাব ঠিক হলে, রমজানের চাঁদের হিসাব সঠিক হতে সহায়ক হবে। ( মিশকাত শরীফ-১১৫পৃ ) শা’বান মাসের ১৪তম তারিখের দিবাগত রাত হচ্ছে- লাইলাতুল বারাআত বা শবে বারাআত। লাইলাতুল বারাআত হচ্ছে-গুনাহ থেকে মুক্তি লাভের রাত্রি। অর্থাৎ, এ রাত্রে ইবাদত-বন্দেগী করার মাধ্যমে মুমিন-মুসলামনদের গুনাহ মাফ হয়ে থাকে এবং মর্যাদা বৃদ্ধি হয়ে থেকে।