價格:免費
更新日期:2017-03-24
檔案大小:3.4M
目前版本:2.0
版本需求:Android 4.1 以上版本
官方網站:http://www.drmiaji.com
Email:bmiaji@gmail.com
নূরনবী ﷺ অসাধারণ একটি নবী-জীবনী
================
ডঃ আব্দুল বাতেন মিয়াজী
অধ্যক্ষ্য আল্লামা হাফেয আব্দুল জলিল رحمة الله عليه লিখিত "নূরনবী ﷺ" অসাধারণ একটি নবী-জীবনী। অন্যান্য জীবনীগ্রন্থ থেকে এটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এবং আলাদা। মহান আল্লাহ্ রাব্বুল 'আলামীন পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, "যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যে রসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।" [সুরা আহযাব ৩৩: ২১] আর সেই উত্তম আদর্শ বা সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারীর জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। রাসূল ﷺ এর জীবনী বর্ণনা করতে গিয়ে আল্লামা আব্দুল জলিল رحمة الله عليه সেসব শিক্ষণীয়, অনুকরণীয় এবং অনুসরণীয় বিষয়গুলো সঠিক এবং সুচারুরূপে দলীলভিত্তিক আলোচনার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন।
দীর্ঘ ২৩ বছরে নবী করীম ﷺ এর উপর উম্মতের জন্যে দিকনির্দেশনা স্বরূপ নাজিল হয়েছে পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন। অথচ রাসূল ﷺ এর সমগ্র জীবনই আমাদের জন্য উত্তম আদর্শ। পবিত্র জন্ম বা বেলাদত শরীফের পর থেকেই তিনি ইনসাফ এবং তাওহীদের প্রমাণ রেখেছেন। কুরআন নাজিল হয়েছে ৪০ বৎসর পূর্ণ হবার পর। কিন্তু হাক্বীকতে কুরআন ছিলেন স্বয়ং তিনি ﷺ। তাই আমরা দেখতে পাই, দুধমাতা বিবি হালিমা رضي الله عنها এর ঘরে থাকা অবস্থায় তিনি মাত্র এক স্তনের দুধই পান করেছেন, পূর্ণ দু'বছর। কেননা, সে সময় দুধমাতার সন্তান, রাসূল ﷺ এর দুধভাই আব্দুল্লাহ ছিলেন তাঁর অংশীদার। দুধমাতা হালিমা رضي الله عنها 'র কাছে যাওয়ার পর থেকে বয়স দু'বছর পূর্ণ হওয়া পর্যন্ত একবারের জন্যেও তাঁর এ নিয়মের ব্যতিক্রম ঘটেনি। শরীয়তে দু'বছর পর্যন্ত মায়ের দুধ পানের কথা বলা হয়েছে, অথচ শরীয়ত আসার ৩৮ বছর পূর্বেই তিনি শরীয়ত বাস্তবায়ন করেছিলেন।
নবীপ্রেম ঈমানের মূল। আল্লাহ্ পাক পবিত্র কুরআনে ঘোষণা করেন, "বলুন, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের পত্নী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন-সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় কর এবং তোমাদের বাসস্থান - যাকে তোমরা পছন্দ কর - আল্লাহ, তাঁর রসূল ও তাঁর রাহে জেহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা কর, আল্লাহর বিধান আসা পর্যন্ত, আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না।" [সুরা তওবা ৯:২১] আর আমরা সবাই সেই বিখ্যাত হাদিসটি জানি, "তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মু'মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তোমাদের নিজেদের জীবনের চেয়ে প্রিয় না হই"। রাসূল ﷺ এ কথা বলেছিলেন তাঁর প্রিয় সাহাবী হযরত উমর رضي الله عنه কে। তাই রাসূল ﷺ কে ভালবাসতে হলে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের জানা অত্যন্ত জরুরী এবং সেসব ঘটনাবলী থেকে শিক্ষণীয় বিষয়গুলো বাছাই করে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এর সঠিক প্রয়োগ অত্যাবশ্যক।
আর অধ্যক্ষ আল্লামা হাফেয আব্দুল জলিল رحمة الله عليه সেই কাজটিই অতি মনোরমভাবে করে দিয়েছেন। রাসূল ﷺ এর জীবন আলোচনা করতে গিয়ে তিনি অতি সুন্দরভাবে আমাদের ঘুমিয়ে পড়া মুসলিম সমাজকে জাগিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা করেছেন। আল্লাহ্ পাক তাঁর এই অবদানকে কবুল করুন এবং আমাদেরকে প্রিয় রাসূল ﷺ এর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে তা বাস্তবায়নের তৌফিক দিন। আর সেই মহৎ কর্মকে মোবাইল ভার্সনে আপনাদের কাছে তুলে দেবার আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাও যেন আল্লাহ্ পাক কবুল করেন! আমীন!
ভুলত্রুটি থাকা স্বাভাবিক। কোন ভুলত্রুটি চোখে পড়লে আমাদের জানালে আমরা কৃতজ্ঞ থাকবো এবং পরিশোধন করে এপটি আপডেট করে দেবো, ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহু খাইরান!
Tags: noor nobi, allama hafez abdul jalil, noor, durood, eid e miladunnabi, মদিনা, হায়াতুন্নাবী, নূরুন্নাবী, ইলমে গায়েব, হাজির নাজির, হাজের নাজের, হাযের নাযের, দরূদ শরীফ, দরূদের ফযিলত, দরূদের ফজিলত, দরুদ, দরূদ, ডঃ আব্দুল বাতেন মিয়াজী, মিয়াজী, বাতেন, আল্লামা হাফেয আব্দুল জলিল, আব্দুল জলিল, আহলে সুন্নাত ওয়াল জামাত, জামায়াত, জামাআত, সুন্নী, সুন্নি, নবীপ্রেম, নবীজী, নবীজি