價格:免費
更新日期:2019-02-27
檔案大小:3.8M
目前版本:1.0.0
版本需求:Android 4.4 以上版本
官方網站:mailto:md.abdullah.yasin@gmail.com
Email:https://mayazaaal.blogspot.com/2018/10/privacy-policy.html
কুরআনে কারীমের পরে রাসূলুল্লাহ(স) এর হাদীস ইসলামী জ্ঞানের দ্বিতীয় উৎস ও ইসলামী জীবন ব্যবস্থার ভিত্তি। মুমিনের জীবন আবর্তিত হয় রাসূলুল্লাহ(স) এর হাদীসকে কেন্দ্র করে।
হাদীস ছাড়া কুরআন বুঝা ও বাস্তবায়ন করাও সহজ নয়। হাদীসের প্রতি এই স্বভাবজাত ভালবাসা ও নির্ভরতার সুযোগে অনেক জালিয়াত বিভিন্ন প্রকার বানোয়াট কথা ‘হাদীস’ নামে সমাজে প্রচার করছে। সকল যুগে আলিমগণ এসকল জাল ও বানোয়াট কথা নিরীক্ষার মাধ্যমে চিহ্নিত করে মুসলমানদেরকে সচেতন করেছেন।
আমাদের দেশে যুগ যুগ ধরে হাদীসের পঠন, পাঠন ও চর্চা থাকলেও সহীহ, যয়ীফ ও বানোয়াট হাদীসের বাছাইয়ের বিষয়ে বিশেষ অবহেলা পরিলক্ষিত হয়। যুগ যুগ ধরে অগণিত বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা
কথা আমাদের সমাজে হাদীস নামে প্রচারিত হয়েছে ও হচ্ছে। এতে আমরা রাসূলুল্লাহ(স) এর নামে মিথ্যা বলার কঠিন পাপের মধ্যে নিমজ্জিত হচ্ছি। এছাড়াও দুইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রথমত, এ সকল বানোয়াট হাদীস আমাদেরকে সহীহ হাদীসের শিক্ষা, চর্চা ও আমল থেকে বিরত রেখেছে। দ্বিতীয়ত, এগূলোর উপর আমল করে আমরা আল্লাহর কাছে পুরস্কার বদলে শাস্তি পাওনা করে নিচ্ছি।
আশা করি বন্ধুরা অ্যাপসটি পড়ে ভাল লাগবে আর ভাল লাগলে অবশ্যই ৫ ষ্টার রিভিউ দিবেন ।
হাদীসের নামে জালিয়াতি : প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা।
লেখকঃ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর।
এই অ্যাপটি পড়লে পাঠক জানতে পারবে আমাদের দেশে প্রচলিত কিছু ভিক্তিহীন হাদিসের কথা যেগুলো বলে এক শ্রেণীর ভণ্ড লোক নিজেদের সুবিধা আদায় করে।
এই বইটি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটি জনপ্রিয় বই।
আশাকরি এই অ্যাপ পড়ে পাঠক হাদিস সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবে।
আশা করি বন্ধুরা নিজেরা ও আমল করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরা ও পড়ে আমল করতে পারে ।
আপডেটঃ পূর্ববর্তী সৃষ্টি ও নবীগণ ও তাফসীর বিষয়ক জাল হাদিস সমুহ