價格:免費
更新日期:2017-04-29
檔案大小:3.0M
目前版本:Superman Prophet v1
版本需求:Android 4.1 以上版本
官方網站:http://www.drmiaji.com
Email:bmiaji@gmail.com
聯絡地址:隱私權政策
বিসমিল্লাহির রাহমানির রাহীম
বর্তমানে ফেতনার যুগে চারিদিকে নানা রকম নতুন নতুন কথা শোনা যায়। ওয়াজ-মাহফিলে, বই-পুস্তকে, পত্র-প্রত্রিকায়, বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন মত ও পথের প্রচারকেরা নানা রকম বিভ্রান্তিমূলক কথা-বার্তা প্রচার করছে। যা দেখে আমাদের তরুন সমাজ বিভ্রান্তিতে পড়ে গেছে। ঐ সমস্ত প্রচারকেরা বিশেষ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে এমন কিছু কথা প্রচার করে যা প্রিয় নবীর মহান শান ও মানের খেলাফ। তারা নবীজিকে আমাদের মতো দোষে-গুণে সাধারণ মানুষ বলে প্রচার করে, নবীজির শাফায়াতকে অস্বীকার করে এবং নবীজির যিয়ারতকে নিরুৎসাহিত করে। তাদের মুখে বার বার উচ্চারিত হয় একটি আয়াত “কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম”। আর তারা এই আয়াতের ভুল ব্যাখ্যা করে মানুষকে শুনায়। অথচ পবিত্র কোরআনে প্রিয় নবীর মহান শান ও মান সম্পর্কে শত শত আয়াত আছে যা তারা কখনোই জনগণের সামনে ব্যাখ্যা করে না। এই সব ব্যাপার দেখে ও শুনে মনটা বেশ অস্থির হয়ে উঠলো। ভেবে পাচ্ছিলাম না কী আমার করণীয়। অবশেষে কলম ধরার সিদ্ধান্ত নিলাম। নিজের জ্ঞানের সীমাবদ্ধতা এবং দীনতা স্বত্ত্বেও শুরু করলাম গ্রন্থ রচনার মতো বিশাল একটি কাজ। লিখা যতই এগুতে থাকলো ততই মনে হলো আমি যেন সাগরের অতল গহীনে হারিয়ে যাচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহান শান ও মানের যেদিকে তাকাই, দেখি সেই বিষয়ে যদি বিস্তারিত লিখতে যাই তাহলে প্রত্যেকটা বিষয়ে একেকটা গ্রন্থ হয়ে যাবে। অবশেষে লিখাকে সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিলাম, না হয় গ্রন্থের কলেবর অনেক বড় হয়ে যাবে যা ছাপানো অনেক ব্যয়বহুল হবে।
এই গ্রন্থে আমি মূলতঃ একটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শারীরিক গঠনে, চলাফেরায়, কথাবার্তায়, জীবন-যাপনে বাহ্যিকভাবে আমাদের মতো হলেও, প্রকৃতপক্ষে তিনি আমাদের কারো মতই নন। তিনি আল্লাহ পাকের সৃষ্ট এমন এক স্বত্ত্বা যার তুলনা শুধু মানবজাতিতে কেন, আল্লাহ পাকের পুরো সৃষ্টি জগতের মধ্যেই নেই। তিনি অতুলনীয়, বে-নযীর, বে-মেসাল। তাই আমি এই গ্রন্থখানির নাম দিয়েছি “অতুলনীয় মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”।
গ্রন্থখানি যথাসম্ভব নির্ভুল করার চেষ্টা করেছি। তারপরেও কিছু ভুলভ্রান্তি থেকে যাওয়া অস্বাভাবিক নয়। মুদ্রণজনিত ত্রুটি সহ সব ধরণের ভুল ত্রুটির দায়ভার আমি মাথা পেতে নিলাম। কেউ কোন রকম ভুল ত্রুটির ব্যাপারে আমাকে অবহিত করলে তা পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে ইনশা আল্লাহ।
উক্ত গ্রন্থখানি রচনায় আমাকে অনুপ্রাণিত করেছেন আমার পরম শ্রদ্ধেয় পিতা আলহাজ¦ ক্বারী মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম সাহেব। গ্রন্থখানি প্রকাশের ক্ষেত্রে সহযোগিতা করেছেন আমার ছোট ভাই আলহাজ¦ মুহাম্মদ শরিফুল ইসলাম এবং আমার ভগ্নিপতি মুহাম্মদ মতিউর রহমান। আমি তাঁদের ইহকালীন ও পরকালীন মঙ্গল কামনা করছি।
Tags: noor nobi, allama hafez abdul jalil, noor, durood, eid e miladunnabi, মদিনা, হায়াতুন্নাবী, নূরুন্নাবী, ইলমে গায়েব, হাজির নাজির, হাজের নাজের, হাযের নাযের, দরূদ শরীফ, দরূদের ফযিলত, দরূদের ফজিলত, দরুদ, দরূদ, ডঃ আব্দুল বাতেন মিয়াজী, মিয়াজী, বাতেন, আল্লামা হাফেয আব্দুল জলিল, আব্দুল জলিল, আহলে সুন্নাত ওয়াল জামাত, জামায়াত, জামাআত, সুন্নী, সুন্নি, নবীপ্রেম, নবীজী, নবীজি, মাওলানা আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, আরিফ
Tags: kalema, abdul jalil, imaan, tawhid, risalat, ঈমান, কালেমা, কালেমার হাকিকত, কালেমার হাক্বীক্বত, ইসলাম, আল্লামা হাফেয আব্দুল জলিল, আব্দুল জলীল, আব্দুল বাতেন, মিয়াজী, আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাতিল ফের্কা, আহলে হাদিস, লা-মাজহাবী, দেওবন্দি, তাউহিদ, রিসালাত, তাউহিদ ও রেসালাত, তৌহিদী জনতা, শানে রেসালাত, ইলমে গায়েব, ইলম, হাযির, নাযির, হাজির, নাজির, আমিয়াপুর