速報APP / 圖書與參考資源 / মাওলানা মতিউর রহমান নিজামীর সংক্ষিপ্ত জী

মাওলানা মতিউর রহমান নিজামীর সংক্ষিপ্ত জী

價格:免費

更新日期:2018-08-26

檔案大小:3.2M

目前版本:1.2.2

版本需求:Android 4.1 以上版本

官方網站:mailto:abashar077@gmail.com

মাওলানা মতিউর রহমান নিজামীর সংক্ষিপ্ত জীবনী(圖1)-速報App

মতিউর রহমান নিজামী ৩১ মার্চ ১৯৪৩ ১১ মে ২০১৬ ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। ২০১৬ সালের ১১ই মে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসীতে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান দলনেতা বা আমীর ছিলেন। তিনি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী।

এছাড়াও চট্রগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদন্ডাদেশ দেওয়া হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি আল বদর নামের আধা সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী বাহিনীর হত্যাকাণ্ডে আল বদর সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে, এবং ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনেও তাদের প্রধান ভূমিকা ছিল যদিও হিউম্যান রাইটস্‌ ওয়াচ, বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং আন্তর্জাতিক সংস্থা এই বিচারকে স্বাগত জানিয়েছিল কিন্তু নভেম্বর ২০১১ সালে হিউম্যান রাইটস ওয়াচ মামলার তদন্তের অগ্রগতি, স্বচ্ছতার অভাব এবং প্রতিপক্ষের আইনজীবি ও সাক্ষীদের হয়রানির বিভিন্ন অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন।

তিনি জামায়াতে ইসলামীর সমর্থনে ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সংসদ নির্বাচিত হন এবং বাংলাদেশ সরকারের কৃষি ২০০১ ০৩ ও শিল্প মন্ত্রনালয়ের ২০০৩ ০৬ মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেন। মনবতাবিরোধী আপরাধের দায়ে দোষী সাবস্থ্য হয়ে মৃত্যুদন্ডাদেশ পাওয়ার পর ২০১৬ সালের ১১ই মে রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

মাওলানা মতিউর রহমান নিজামীর সংক্ষিপ্ত জীবনী(圖2)-速報App

মাওলানা মতিউর রহমান নিজামীর সংক্ষিপ্ত জীবনী(圖3)-速報App

মাওলানা মতিউর রহমান নিজামীর সংক্ষিপ্ত জীবনী(圖4)-速報App

মাওলানা মতিউর রহমান নিজামীর সংক্ষিপ্ত জীবনী(圖5)-速報App

মাওলানা মতিউর রহমান নিজামীর সংক্ষিপ্ত জীবনী(圖6)-速報App

মাওলানা মতিউর রহমান নিজামীর সংক্ষিপ্ত জীবনী(圖7)-速報App

মাওলানা মতিউর রহমান নিজামীর সংক্ষিপ্ত জীবনী(圖8)-速報App

মাওলানা মতিউর রহমান নিজামীর সংক্ষিপ্ত জীবনী(圖9)-速報App