價格:免費
更新日期:2019-04-27
檔案大小:4.5M
目前版本:2.6
版本需求:Android 4.0 以上版本
官方網站:https://maxsop.com/
Email:maxsopofficial@gmail.com
聯絡地址:隱私權政策
বিসমিল্লাহির রহমানির রহীম।
সমস্ত প্রশংসা একমাত্র মহান অাল্লহ্ তায়ালার জন্য যিনি মানব জাতীর পথ নির্দেশিকাস্বরূপ পবিত্র ক্বুরঅান অবতীর্ণ করেছেন, একমাত্র মনোনীত ধর্ম হিসেবে ইসলামকে মনোনয়ন করেছেন, ইসলামের ছায়তলে অামাদেরকে অাশ্রয় দান করেছেন এবং অামাদেরকে জ্ঞান দান করেছেন।
দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের শ্রেষ্ঠ মানব নাবী হযরত মুহাম্মাদ (সঃ) এর প্রতি যার ওপর শ্রেষ্ঠ গ্রন্থ ক্বুরঅানুল কারীম অবতীর্ণ হয়েছে। সালাম বর্ষিত হোক তাঁর পরিবার পরিজন ও সাহাবায়ে অাজমাইনদের প্রতি।
একমাত্র মনোনীত ধর্ম ইসলাম এ সম্পর্কে অাল্লহ তায়ালা পবিত্র ক্বুরঅান মাজীদে ঘোষণা দেন : ইন্নাদ্দীনা ইংদাল্লহিল ইসলাম। অর্থাৎ, নিশ্চয় একমাত্র ইসলাম হল অাল্লহর নিকট মনোনীত ধর্ম। [৩ নং সূরাহ্ অাল-ইমরন, অায়াত নং : ১৯]।
অাল্লহ তায়ালার প্রশংসার মধ্য দিয়ে অাল্লহর দেয়া শাহাদাৎ অাঙ্গুলের ছোঁয়ায় Magnet Tazvidul Quran এর ভূমিকা লিখা শুরু করলাম।
কালের বিবর্তনে, পেশার বিচিত্রতায় ও অামাদের সময় স্বল্পতার কারণে অামরা এখন অার অাগের মত কাগজের বই পড়তে সময় পাই না। কাগজের বই বুকশেলফ থেকে খোঁজে বের করা, পাতা উল্টানো, পৃষ্ঠা খোঁজা এগুলো বর্তমান ডিজিটাল যুগে বিরক্তিকর বলে মনে হয়। তাই অফিসে, যাতায়াত পথে, গাড়ীর যানজটে, অবসর সুযোগে হাতে থাকা এন্ড্রয়েড অ্যাপ্স থেকে জ্ঞান অাহরণের সুযোগ থাকা অাবশ্যক। এন্ড্রয়েড অ্যাপ্স সর্বদা নতুন ও চকচকে-ঝকঝকে থাকে। কাগজের বইয়ের মত এগুলো পুড়াতন হয় না, ছেঁড়ে না, পুড়ে না ও জীর্ণশীর্ণ হয়না। এন্ড্রয়েড অ্যাপ্স সবসময় সাথে রাখা যায়; কিন্তু কাগজের বই সবসময় সাথে রাখা সম্ভব নয়। এন্ড্রয়েড অ্যাপ্স মিনিটের মধ্যে বিশ্বের যেকোনো জায়গায়, যেকোনো লোকের কাছে স্থানান্তর বা হস্তান্তর করা যায়। এগুলো সবই প্রযুক্তির প্রচেষ্টায় অাল্লহর বিশেষ দান। তাই অামি এন্ড্রয়েড অ্যাপ্সের উদ্যোগ গ্রহণ করেছি।
*শিক্ষার্থী, অল্পশিক্ষিত, অর্ধ-শিক্ষিত, বাংলা শিক্ষিত, অারবী শিক্ষিত, উচ্চশিক্ষিত তথা সকল স্তরের লোক যাদের বিশুদ্ধ তিলাওয়াত জানা নেই; যারা কারো নিকট থেকে বিশুদ্ধ উচ্চারণের সাথে ক্বুরঅান তিলাওয়াত শিখতে সংকোচ বোধ করছেন; তারা নিজে নিজেই ঘরে বসে বিশুদ্ধভাবে তিলাওয়াত শিখতে পারবেন এ বইটির মাধ্যমে। তাই Magnet Tazvidul Quran বইটিতে অধ্যায়গুলো খুব সহজ-সাবলিল বাংলা ভাষায় গুছালো ভাবে বর্ণনা করা হয়েছে।
*বইটি সম্পূর্ণ অালাদা অাঙ্গিকে যুগোপযোগী করে লিখা হয়েছে। অ্যাপ্সটি Google Play Store এর অন্যান্য অ্যাপ্সের চেয়ে বা বাজারের অন্যান্য বইয়ের চেয়ে সম্পূর্ণ অালাদা ও উচ্চমানসম্মত। সাধারণত একটি অ্যাপ্স বা বইয়ে প্রয়োজনীয় সকল নিয়ম-কানুন খোঁজে পাওয়া যায়না; কিন্তু পবিত্র ক্বুরঅান মাজীদের বিশুদ্ধ তিলাওয়াত প্রতিষ্ঠা করার জন্য তাজভীদের অতি প্রয়োজনীয় নিয়মগুলো খুঁটিনাটি সুক্ষ্ম ও সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়েছে। এটি সকল স্তরের মানুষের ক্ষেত্রে বিশুদ্ধভাবে ক্বুরঅান তিলাওয়াত প্রতিষ্ঠা করার জন্য সহায়ক গ্রন্থ যা অামার অনেক দিনের সাধনার বাস্তবায়িত রূপ।
Magnet Publications-এ প্রকাশিত অ্যাপ্সসমুহ : Magnet Arabic Grammar, Magnet Bangla Grammar, Magnet English Grammar, Magnet Tazvidul Quran.
Magnet Publications এর অ্যাপ্সগুলো অাপনি নিজে ডাউনলোড করুন এবং অন্যকে ডাউনলোড করতে উৎসাহিত করুন। যেহেতু এটি একটি কল্যাণমূলক কাজ সেহেতু অাপনার মাধ্যমে অ্যাপ্সগুলো প্রচারিত হলে ছদক্বায়ে জারিয়ার নেকি কিয়ামত পর্যন্ত অাপনার অামলনামায়ও লিখা হতে থাকবে।
বইটিকে সাধ্যমত নির্ভুল করার জন্য অাপ্রাণ চেষ্টা করেছি। তারপরও কোন প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে এবং তা অামার নিম্নলিখিত Address :
E-mail : mofizulislambachchu@gmail.com-এ
অথবা Website : www.magnetpublication.com-এ
অথবা Facebook Page : Magnet Publications-এ জানালে পরবর্তী ভার্সনে সংশোধন করে নেয়ার চেষ্টা করব (ইংশা-অাল্লহ্)।
মহান অাল্লহর অশেষ মেহেরবানীতে বইটি প্রকাশ করতে পেরে অামি অাল্লহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি (অালহামদুলিল্লাহ্)।
সকলের নিকট অামি দোয়া প্রত্যাশী যেন অাল্লহ তা'লা অামাকে ক্ষমা করেন, সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন, পবিত্র ক্বুরঅানের জিন্দেগী দান করেন, ঈমানের সাথে মৃত্যু দান করেন এবং পরকালে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস নসীব করেন (অামীন)।
বইটিতে যা উপস্থাপন করা হয়েছে :
১. ইলমে তাজভীদ
২. তাঊয ও তাসমিয়াহ্
৩. হরফ ও হরকত
৪. মুরাক্কাব
৫. মাখরাজ
৬. ছিফাত
৭. মাদ
৮. মাদ্দে অাছলী
৯. মাদ্দে ফারয়ী
১০. জযম ও তাশদীদ
১১. নূন সাকিন ও তানভীন
১২. মীম সাকিন
১৩. তাখ্ফীম ও তারকীক
১৪. ইলমে রুসমে খত
১৫. ইলমে ওয়াক্ব্ফ
১৬. চিহ্নবিহীন ওয়াক্ব্ফ
১৭. ইয়াদাহ্ ও হরফে ইল্লাত
১৮. ইলমে ক্বিরায়াত
১৯. হায়ে যমীর ও ইশবা
২০. লাহন
২১. ইলহান ও লাহ্জা
২২. ইদগম
২৩. ই'লাল
২৪. বদল