價格:免費
更新日期:2015-03-17
檔案大小:4.1M
目前版本:1.0.4
版本需求:Android 3.0 以上版本
官方網站:mailto:appninjabd@gmail.com
★ ★ ★ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ্ তাআলার। ★ ★ ★
মনজিল একটি পিডিএফ বই । বইয়ের লেখক শায়খুল হাদিস মাওলানা যাকারিয়া (রহঃ) ।
মনজিলে, যাতে রয়েছে কুরআন শরীফের বিভিন্ন সূরা থেকে নেয়া ৩৩ আয়াত । যা জ্বীনের আছর, যাদুটোনা এবং অন্যান্য কঠিন বিপদাপদ থেকে বাঁচার জন্য বিশেষ পরীক্ষিত আমল, যা শায়খুল হাদীস হযরত মাওলানা যাকারিয়া (রহঃ) ও তার খান্দানের বুজুর্গদের পরীক্ষিত আমালিয়াতের মধ্যে অন্যতম ।
এই আয়াতসমূহ আল কওলুল জামিল এবং বেহেশতি জেওর কিতাবে ও লেখা হয়েছে । আল কওলুল জামিল কিতাবে, শাহওয়ালীউল্ল্যাহ মুহাদ্দেস দেহলভী (রহঃ)বলেছেন, এই ৩৩ আয়াত, যা যাদুটোনার আছর প্রতিরোধ করে এবং শয়তান, চোর ও বিষাক্ত জানোয়ার থেকে মুক্ত রাখে।
আর বেহেশতি জেওরে, হযরত আশরাফ আলী থানবী (রহঃ) লেখেছেন, যদি কারো উপর জ্বীনের আছর হয়েছে মনে হয়, তাহলে এই আয়াত লিখে রোগীর গলায় বেঁধে দিবে এবং পানিতে ‘ফু’ দিয়ে রোগীর গায়ে ছিটাবে ।
আমালের জন্য ওযুর সহিত কিতাব/ অ্যাাপ্সটি পড়া চাই । কেননা অপবিত্র অবস্থায় কুরাআন শরীফ ধরা সম্পূণ নিষিদ্ধ । মোবাইলের ক্ষেত্রে ও এই শর্ত প্রযোজ্য । ( মুফতী মামুনুর রশীদ , বসুন্ধরা মাদ্রাসা )
আপ্সের কিছু ফিচার ঃ
- ইন্টারনেট সংযোগের দরকার নেই ।
- আপ্সটীর সাইজ মাত্র 4 মেগাবাইট ।
- বইটি পুরোপুরি লোড হতে কিছু সময় লাগবে। র্যাম ক্লিয়ার করে চালু করলে, অবশ্য আরো দ্রুত লোড হবে ।
- অ্যাপ্সের একটি সুবিধা হল, যেখান থেকে পড়া শেষ করেছেন, সেখান থেকেই অ্যাপ ওপেন হবেন ।
- জুম ইন , জুম আউট করার ব্যবস্থা রয়েছে। অরিয়েন্টেশন সুবিধাও রয়েছে ।
- বইটি পড়ার জন্য অন্য কোন পিডিএফ ভিউয়ারের প্রয়োজন পড়বে না।
সুযোগ থাকলে মূল বইটি ক্রয় করে লেখক/প্রকাশক দ্বয়ের অনুপ্রেরনা ধরে রাখবেন। বইটির পিডিএফ ফাইলটি বাংলা কিতাব ডট কম থেকে নেয়া হয়েছে । বইটি প্রকাশ করেছে মক্কা পাবলিকেশন । এই বইটি পাঠকের চাহিদা পূরন করতে সক্ষম হবে, আমাদের বিশ্বাস । তাই তাদের জন্য দোয়ার দরখাস্ত।
বইটি দ্বারা আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক তৈরীতে উপকারে আসুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের সুন্নাত সমূহ আপনার জীবনে চলে আসুক। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে এখলাস দান করুন এবং এই কিতাবের অ্যাপ্সটি সংশ্লিষ্ট সকলের নাজাতের উসিলা করে দিন। আমিন।
আল হিকমাহ পরিবার ।