速報APP / 工具 / স্পেল চেকার (Spell Checker)

স্পেল চেকার (Spell Checker)

價格:免費

更新日期:2019-10-18

檔案大小:7.5M

目前版本:1.1

版本需求:Android 4.4 以上版本

官方網站:https://wsapps-net.firebaseapp.com/

Email:wsappsdev@gmail.com

聯絡地址:WS Apps Dev. Team Panchbug, Jinardi, Palash Narsingdi, 1610, Bangladesh

স্পেল চেকার (Spell Checker)(圖1)-速報App

স্পেল চেকার (Spell Checker) বাংলা ভাষায় সর্বপ্রথম এবং সবচেয়ে সমৃদ্ধ বানান শুদ্ধকরণ এন্ড্রয়েড এপ। এটিই একমাত্র সফটওয়ার, যাতে আপনি বাংলা এবং ইংরেজি বানান একই সাথে চেক করতে পারবেন। দেখে নিন, এর উল্লেখযোগ্য সুবিধাসমুহঃ

১। সর্বাধিক সমৃদ্ধ ডাটাবেজ

এতে আছে ৬,৯০,০০০ বাংলা শব্দ এবং ৬,৮০,০০০ ইংরেজি শব্দের বিশাল সংগ্রহ।

২। বিশাল আকারের ফাইল সংশোধন করার ক্ষমতা

Spell Checker দিয়ে আপনি একটি সাধারণ মানের এন্ড্রয়েড মোবাইলেও হাজার পৃষ্ঠার ফাইল সংশোধন করতে পারবেন, কোন অসুবিধা ছাড়াই।

৩। সম্পূর্ণ ফাইল একবারে বানান চেক

স্পেল চেকার (Spell Checker)(圖2)-速報App

এতে আপনি কোন ফাইল ওপেন করলে শুরুতেই সম্পূর্ণ ফাইলের বানান চেক করে নেবে। ফলে কাজ করার মাঝখানে এপ স্লো কিংবা হ্যাং করবে না।

৪। দ্রুততার সাথে কাজ করা

এত বিশাল ডাটাবেজ থাকা সত্তেও Spell Checker খুবই দ্রুততার সাথে বানান চেক ও সংশোধন করতে পারে। একটি ১,০০০ পৃষ্ঠার বইয়ের বানান চেক করতে একটি সাধারণ মোবাইলে এর ১৫ সেকেন্ডেরও কম সময় লাগে।

৫। সম্পূর্ণ অফলাইনে কাজ করে

এর সমস্ত ডাটাবেজ এপ এর ভিতরে দেয়া আছে। তাই সব কাজ আপনি অফলাইনেই করতে পারবেন।

৬। ডিকশনারিতে শব্দ সংযোজন সুবিধা

স্পেল চেকার (Spell Checker)(圖3)-速報App

যদি কোন শব্দ Spell Checker ভুল হিসেবে চিহ্নিত করে, আর আপনার কাছে সেটা সঠিকই মনে হয়, তবে আপনি সেই শব্দটি মাত্র এক ক্লিকে ডিকশনারিতে সংযোজন করতে পারবেন। ভবিষ্যতে সেই শব্দটি আর ভুল ধরবে না।

৭। অটো কারেক্ট সুবিধা

Spell Checker এর একটি বিশেষ সুবিধা এটি, যা আর কোন স্পেল চেকারে নেই। এর মাধ্যমে আপনি কোন ভুল শব্দের বিপরীতে সঠিক শব্দটি কি হবে, তা সংরক্ষণ করতে পারবেন। পরবর্তীতে সেই শব্দগুলো Auto Correct অপশনের মাধ্যমে এক ক্লিকে সব সংশোধন করতে পারবেন।

৮। সকল ভুলসমুহ একসাথে দেখার সুবিধা

এতে আপনি আপনার সম্পূর্ণ লেখায়/বইতে কতগুলো ভুল শব্দ আছে, এবং কোন শব্দটি কতবার আছে, সেটা দেখতে পারবেন। এতে সবচেয়ে বেশিবার যে শব্দগুলো ভুল হয়েছে, তা উপরে দেখাবে।

৯। ডিকশনারি এবং অটোকারেক্ট ডাটাবেজ এডিটিং

স্পেল চেকার (Spell Checker)(圖4)-速報App

Spell Checker এ আপনার সংরক্ষণ করা সমস্ত শব্দসমূহ দেখতে পারবেন এবং প্রয়োজনে বাদ দিতে পারবেন।

১০। ডিকশনারি এবং অটোকারেক্ট ডাটাবেজ ইমপোর্ট এক্সপোর্ট

Spell Checker এ আপনার সংরক্ষণ করা সমস্ত শব্দসমূহ আপনার মেমোরি কার্ডে/ফোন স্টোরেজে স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন, যাতে কোন কারণে এপ এর ডাটা নষ্ট/ক্লিয়ার হয়ে গেলে বা এপ আনইন্সটল হয়ে গেলেও আপনার শব্দের তালিকা অক্ষত থাকে।

১১। ডিকশনারি এবং অটোকারেক্ট ডাটাবেজ জেনারেট করার সুবিধা

আপনার পূর্বের সংশোধনকৃত কোন ডকুমেন্ট/বই থাকলে আপনি তা থেকে শব্দের তালিকা জেনারেট করতে পারবেন। এতে আপনার সময় ও শ্রম - দুটোই বাঁচবে। (যারা নির্দিষ্ট বিষয়ে লেখালেখি করেন, তাদের জন্য এই সুবিধাটি বেশী কাজে আসবে)

১২। বহু পদ্ধতিতে লেখা ইনপুট করার সুবিধা

স্পেল চেকার (Spell Checker)(圖5)-速報App

Spell Checker এ আপনি যে কোন লেখা সরাসরি লিখতে পারবেন, বা অন্য কোথাও থেকে কপি-পেস্ট করতে পারবেন, অন্য এপ থেকে শেয়ারের মাধ্যমে আনতে পারবেন, এপ এর বিল্ট-ইন ফাইল ব্রাউজার দিয়ে ফাইল ওপেন করতে পারবেন, এবং যে কোন ফাইল ম্যানেজার দিয়ে টেক্সট ফাইলের উপর ক্লিক করে ওপেন করতে পারবেন।

১৩। ভুল বানানের শব্দগুলোর তালিকা সংরক্ষণের সুবিধা

Spell Checker এর বানান চেকিং এর মাধ্যমে প্রাপ্ত ভুল শব্দের তালিকা আপনি চাইলে আপনার ফাইল স্টোরেজে সংরক্ষণ করতে পারবেন। পরবর্তীতে সেগুলো অন্য কোন টেক্সট এডিটর দিয়ে কম্পিউটার/মোবাইলে সংশোধন করে অটো কারেক্ট অপশনের সাহায্যে একবারে সব সংশোধন করে নিতে পারবেন।

১৪। এইচটিএমএল আকারে সংরক্ষণ

Spell Checker এর মাধ্যমে আপনার ডকুমেন্টকে এইচটিএমএল ফরমেটে সংরক্ষণ করতে পারবেন। পরবর্তীতে এইচটিএমএল ফাইলটি আপনার কম্পিউটারে যে কোন ব্রাউজারে ওপেন করে সমস্ত লেখা কপি করে মাইক্রোসফট ওয়ার্ড এ পেস্ট করে সেখানে এডিট করতে পারবেন, এতে ভুল শব্দগুলো লাল রঙ্গে হাইলাইট করা থাকবে, যাতে খুব সহজে ভুলগুলো খুঁজে বের করা যায়।

১৫। অন্যান্য সুবিধাসমূহ

স্পেল চেকার (Spell Checker)(圖6)-速報App

এইসব সুবিধা সমূহ ছাড়াও এতে আরও কিছু বাড়তি কিছু সুবিধা রয়েছে, যেগুলো যে কোন ব্যবহারকারী - বিশেষ করে যারা প্রুফ রিডিং করেন, তাদের জন্য সহায়ক হবে। যেমনঃ

Trim text: এর মাধ্যমে আপনি আপনার লেখা থেকে অতিরিক্ত স্পেস দূর করতে পারবেন।

Remove empty lines: এর মাধ্যমে লেখার মাঝখানে কোন ফাঁকা লাইন থাকলে তা দূর করতে পারবেন।

Correct lines: এটা দিয়ে বাক্যের মাঝখানে লাইন ভেঙ্গে গেলে তা ঠিক করতে পারবেন। (শুধু ইংরেজি)

আশা করি এপটি সকলের ভাল লাগবে এবং সহায়ক হবে। আশা করি সবাই গঠনমূলক সমালোচনা এবং রিভিউ/রেটিং এর মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন।

Contact us at

স্পেল চেকার (Spell Checker)(圖7)-速報App

wsappsdev@gmail.com

Like us on Facebook:

https://facebook.com/wsapps

স্পেল চেকার (Spell Checker)(圖8)-速報App