速報APP / 圖書與參考資源 / হজ্ব ও ওমরার পদ্ধতি ও দোয়া সমূহ

হজ্ব ও ওমরার পদ্ধতি ও দোয়া সমূহ

價格:免費

更新日期:2019-07-07

檔案大小:2.1M

目前版本:1.0

版本需求:Android 4.0.3 以上版本

官方網站:http://www.drmiaji.com

Email:bmiaji@gmail.com

聯絡地址:隱私權政策

হজ্ব ও ওমরার পদ্ধতি ও দোয়া সমূহ(圖1)-速報App

হজ্বের উপর গুরুত্বপূর্ণ এপ-

"রফিকুল হারামাঈন

হজ্ব ও ওমরার পদ্ধতি ও দোয়া সমূহ"

হজ্ব ও ওমরার পদ্ধতি ও দোয়া সমূহ(圖2)-速報App

================

ডঃ আব্দুল বাতেন মিয়াজী

আলহামদুলিল্লাহ্‌! রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেক নজরে হজ্বের উপর খুব গুরুত্বপূর্ণ একটি এপ সম্পন্ন করলাম। দাওাতে ইসলামীর প্রতিষ্ঠাতা এবং আমীরা আহলে সুন্নাত আল্লামা ইলইয়াস আত্তার কাদেরী মাঃ জিঃ আঃ লিখিত নবিপ্রেমের শুধায় ভরপুর "হজ্ব ও ওমরার পদ্ধতি এবং দোয়া সমূহ" উর্দু কিতাবটি প্রতিটি আশেকে রাসুলের প্রাণের কিতাব।

হজ্ব ও ওমরার পদ্ধতি ও দোয়া সমূহ(圖3)-速報App

বাতিলদের হাজারো ভ্রান্ত, ঈমানহরণকারী, নবীবিদ্বেষে ভরপুর মিথ্যা কিতাব আর হজ্ব-গাইডে ছেয়ে আছে বইয়ের দোকান, অনলাইন জগত এবং হজ্বের প্রতিটি স্থানে। নজদীরা এসব গাইড বিনামূল্যে বিতরণ করছে। তারা তাওহিদপন্থী। অর্থাৎ এদের কালেমায় কেবল তাওহিদের অংশই বিদ্যমান, রেসালাত সেখানে অনুপস্থিত। এদের কাছে হজ্বের জন্য মক্কা মোকাররমায় যাওয়াই যথেষ্ট। মদিনা যেতে হলে কেবল মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে যেতে হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওযা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় গেলে তাদের মতে তা হারাম হবে, এমন কি শিরকও হতে পারে। নাউজবিল্লাহ!

কেউ যদি সাওয়াবের আশায় মদিনা মনোয়ারায় যেতে চায়, তার জন্য উচিৎ হবে মক্কাতেই সম্পূর্ণ হজ্বের সময় অতিবাহিত করা। কেননা, মক্কার মসজিদে হারামে এক রাকাত নামাজে এক লক্ষ রাকাতের সাওয়াব সহীহ হাদিস দ্বারা প্রমাণিত। অপরদিকে মদিনায় মসজিদে নববীতে এক রাকাতে ৫০ হাজার রাকাতের সাওয়াব (কোনও কোনও হাদিস অনুসারে এক হাজার রাকাতের সাওয়াব)। কাজেই সাওয়াবের আশায় মক্কা ছেড়ে মদিনায় যাওয়া হবে বোকামি। নিজের অর্জিত সাওয়াবের অর্ধেক ছেড়ে দিবে এমন বেকুব কে আছে?

তবে কেউ যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওযা মুবাবরক জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যান, সহীহ হাদিস অনুসারে তিনি মদীনা-মনিব, গোনাহগার উম্মতের শায়াতকারী, শাফিউল মুজনেবীন, হাউজে কাউসারের মালিক ইমামুল মুরসালীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফায়াতের আশা করতে পারেন। অনেকের জীবনে হজ্ব একবারই নসীব হতে পারে। দ্বিতীয়বার আর সুযোগ নাও হতে পারে। কাজেই ইসলামের পঞ্চ স্তম্ভের এই গুরুত্বপূর্ণ স্তম্ভটি যাতে সহীহ-শুদ্ধভাবে এবং রাসূলপ্রেমের মাধ্যমে হতে পারে তার জন্য এই কিতাবটি অতীব প্রয়োজন। আল্লাহ পাক আমাদের এই খেদমত কবুল করুন। আর আশেকে রাসুলগণের প্রতিটি ইবাদত রাসূলপ্রেমে সিক্ত কররার তৌফিক দান করুন।

হজ্ব ও ওমরার পদ্ধতি ও দোয়া সমূহ(圖4)-速報App

বিবেচনা যার যার, এক রাকাতে ৫০ হাজার রাকাতের সাওয়াব চান নাকি কাল হাশরের কঠিন দিনে শাফিউল মুজনেবীনের শাফায়াত চান! তাঁর শাফায়াতের যোগ্য হলে, তাঁর শাফায়াত আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না। লক্ষ সাওয়াবে জান্নাতের গ্যারান্টি নেই, কিন্তু মক্ববুল শাফায়াতে জান্নাতের গ্যারান্টি রয়েছে।

রওযা যিয়ারতের উপর কিছু হাদিস দিচ্ছিঃ

=================

হজ্ব ও ওমরার পদ্ধতি ও দোয়া সমূহ(圖5)-速報App

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন-

“আমার জীবন তোমাদের জন্য মঙ্গলময়; তোমরা পরামর্শ করে কাজ করো আর তোমাদেরকে দিকনির্দেশনা দেয়া হয়৤ এরপর যখন আমি ওফাতবরণ করবো, তখন আমার ওফাত তোমাদের জন্য মঙ্গলময় হবে৤ তোমাদের আমল আমার নিকট পেশ করা হবে; তাতে আমি যা ভালো দেখবো, সে জন্য মহান আল্লাহর তারীফ করবো আর যা মন্দ দেখবো, আমি আল্লাহর নিকট তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবো।”

(মুসনাদে বাযযার, হাদীস নং ১৯২৫/ ইবনে সা‘দ, তবাকাতে কুবরা, ২য় খণ্ড, ১৯৪ পৃষ্ঠা/ দাইলামী, ১ম খণ্ড, ১৮৪ পৃষ্ঠা)

হজ্ব ও ওমরার পদ্ধতি ও দোয়া সমূহ(圖6)-速報App

“যে ব্যক্তি আমার কবর জিয়ারত করে তার জন্যে আমার পক্ষ থেকে শাফায়েত নিশ্চিত।” (সুনানে দার কাতানী, ২য় খন্ড, ২৭৮ পৃষ্ঠা)।

অন্য রেওয়াতে রয়েছে আবদুল্লাহ বিন আমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (দঃ) কে বলতে শুনেছি,

"যখন তোমরা মুয়াজ্জিনকে (আযান দিতে) শুনবে তখন সে যা যা বলে তোমরাও তা বলবে, এরপর তোমরা আমার উপর দরূদ পাঠ করবে; কারণ যে আমার উপর দরূদ পাঠ করবে আল্লাহ তাঁকে একটি দরুদের বিনিময়ে ১০ বার রহমত, মর্যাদা, বরকত প্রদান করবেন। এরপর তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওসীলা প্রার্থনা করবে; ওসীলা জান্নাতের এমন একটি মর্যাদার স্থান যা শুধুমাত্র আল্লাহর একজন বান্দাই লাভ করবেন। আমি আশা করি আমিই তা লাভ করব। যে ব্যক্তি আমার জন্য ওসীলা প্রার্থনা করবে তাঁর জন্য শাফায়াত প্রাপ্য হবে।” (সহীহ মুসলিম, কিতাবুস সালাত, নং ৩৮৪)

হজ্ব ও ওমরার পদ্ধতি ও দোয়া সমূহ(圖7)-速報App

Tags: hajj, hajj guide, ahle sunnat, islam, muslim, dawate islami, miaji, abdul baten miaji, হজ্ব, হজ্জ, হাজ্জ, হাজ্ব, ওমরা, উমরাহ, মদিনা, মক্কা, আহলে সুন্নাত, ইলইয়াস আত্তার, কাদেরী, আব্দুল বাতেন, রাসূলপ্রেম, নবীপ্রেম, শাফায়াত, রওযা মুবারক, রওযা, রওজা মুবারক, রওজা, মদীনা, জিয়ারত, জান্নাতুল বাক্বী, জান্নাতুল বাকি, নূরে হেরা, আরাফাত, মীনা, কুরবানি, মিনা, কা'বা, ক্বাবা, হাজরে আসওয়াদ, কালো পাথর

হজ্ব ও ওমরার পদ্ধতি ও দোয়া সমূহ(圖8)-速報App